ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ট্রাম্পের এই উদ্যোগকে ‘অন্যায্য চুক্তি’ বলে আখ্যায়িত করে বলেছে, তাদের সার্বভৌমত্ব আপসযোগ্য নয়।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লেয়েন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ‘অনুপাতগত পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, তিনি আগামী মাস থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিলের পণ্যের ওপরও নতুন শুল্ক আরোপ করবেন।
শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমরা বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আপনাদের শুল্ক, অশুল্ক নীতিমালা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার কারণে যে দীর্ঘমেয়াদি, ব্যাপক ও ধারাবাহিক বাণিজ্য ঘাটতির সৃষ্টি হয়েছে, তা থেকে আমাদের সরে আসতেই হবে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সম্পর্কটি দুর্ভাগ্যবশত পারস্পরিকতা থেকে অনেক দূরে।’
ইইউ ও মেক্সিকোর কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি এই বাণিজ্যিক অংশীদাররা আমদানি শুল্ক আরোপ করে পাল্টা জবাব দেয়, তাহলে তিনি ৩০ শতাংশ ছাড়াও সমান হারে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন।