মঙ্গলবার, ১২:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জাবিতে জুলাই হামলা, ১৮৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮৯ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪ জন বর্তমান শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৭৩ জন সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

ব্রিফিংয়ে উপাচার্য জানান, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন। তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও ১৩০ জন বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত ১৩০ জন বর্তমান শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রানুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছর, ৮ জনকে ১ বছর এবং ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ২০ জন বর্তমান শিক্ষার্থীকে।

এছাড়া অভিযুক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে। অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে ২০ জন সাবেক শিক্ষার্থী।

উল্লেখ্য, হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী, পরিকল্পনায় জড়িতদের ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত হওয়ায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) পাঠানো হবে বলেও জানান উপাচার্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com