৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা কাঙ্খিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’ মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।’