বুধবার, ০৮:০১ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৫, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩০০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪ বার পঠিত

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ সহকারী সার্জন পদে ২৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টিসহ মোট ৩,০০০টি স্বাস্থ্য ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু ০১ জুন ২০২৫ খ্রি. বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদন শেষ ২৫ জুন ২০২৫ খ্রি. বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৫ জুন ২০২৫ খ্রি. বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার মধ্যে system হতে স্বয়ংক্রিয়ভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ২৮.০৬.২০২৫ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত) সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন।

৪৮তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৫ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ ২৯.০৫.২০২৫ তারিখের ০১ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com