পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারীকে ফিট দেখতে পাওয়া কোচের জন্য স্বস্তির। গতকাল তিনি জানান, টপ ও মিডলঅর্ডারের এ দুই ব্যাটার অনুশীলনে সবই করেছেন। সব কিছু করার অর্থ হলো নেদারল্যান্ডসের বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে খেলছেন তারা।
ইমন খেললে দলে ঢোকা সাইফ হাসানের একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। আবার শামীম পাটোয়ারি একাদশে থাকলে নুরুল হাসান সোহানকে বেঞ্চেই বসতে হবে। যদিও এশিয়া কাপে যাওয়ার আগে নতুন দুই ক্রিকেটারকে দেখে নেওয়াও দরকার টিম ম্যানেজমেন্টের।
কিন্তু বিগত কয়েক সিরিজে পরীক্ষার ফল ভালো হয়নি বাংলাদেশ দলের জন্য। সংযুক্ত আরব আমিরাত সিরিজে মুস্তাফিজ আইপিএলে চলে যাওয়ায় ম্যাচ নয় সিরিজটাই হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি টি-২০ হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে জাকের আলী অসুস্থতার কারণে খেলতে পারেননি। নাঈম শেখকে চারে খেলিয়ে বিপাকেই পড়ে টাইগাররা।
আবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জেতা ম্যাচেও পরীক্ষা হিতে বিপরীত হয়েছে। হেরে যাওয়া ম্যাচটিতে ওপেনিংয়ে নাঈম শেখকে রাখা হয়েছিল। তিনি ব্যর্থ হন। তাওহীদ হৃদয়ের ইনজুরিতে মেহেদী মিরাজকে চারে ব্যাটিং করিয়ে সাফল্য পায়নি বাংলাদেশ।
প্রতিপক্ষ হিসেবে ডাচরা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের পর্যায়ে নয়। তারপরও ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস জানিয়ে দেন, তারা আগে ম্যাচ জেতার জন্য যাবেন। এর ফাঁকে সুযোগ হলে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার কথা থেকে পরিষ্কার প্রথম ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে না হাঁটতে পারে বাংলাদেশ।
যে কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম। কন্ডিশন বুঝে কেবল বোলিং লাইন আপটা কেমন হবে সেটাই দেখার অপেক্ষা। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজ ও তাসকিনের থাকার সম্ভাবনা বেশি। তৃতীয় বোলার তানজিম সাকিব হবেন নাকি সাইফউদ্দিন সেই প্রশ্ন থাকছে। স্পিনে রিশাদ হোসেন থাকতে পারেন। তার সঙ্গী শেখ মেহেদী হবেন নাকি নাসুম তা কন্ডিশনই বলবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।