শনিবার, ০৬:৩১ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা সরকারের হার্টের রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু আল্-আমিন ক্রীড়া চক্র লন্ডন এর ১১ বছর পুর্তি উপলক্ষে বনভোজন ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত ‘নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্রের অংশ’ নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি শুটিং সেটে আয়ুষ্মান ও সারা আলির তুমুল ঝগড়া বাসার সামনেই পড়ে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ নুরের ওপর হামলা চালানো কে এই লাল টি-শার্ট পরা যুবক? নাকের হাড় ভেঙে গেছে নুরের, অবস্থা স্থিতিশীল : ঢামেক পরিচালক

বরযাত্রীবাহী নৌকার ধাক্কায় ডুবল নৌকাবাইচের নৌকা, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

চলনবিলে নৌকাবাইচের একটি পানসী নৌকার সঙ্গে বরযাত্রীবাহী একটি বিয়ের নৌকার সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং নরসিংহপাড়া গ্রামের কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে শাহদত হোসেন ও আব্দুল আলীমকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর শওকত আলী জানান, রাত ৮টার দিকে চাকসা দক্ষিণ পাড়া মায়ের দোয়া এক্সপ্রেস নামের একটি পানসী নৌকা চলনবিলে শুকলাই এলাকায় মহড়া দিচ্ছিল। এসময় বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত বড় নৌকার সঙ্গে পানসী নৌকার সংঘর্ষ হয়। বিয়ের নৌকাটি শাহজাদপুর রতনকান্দি এলাকার বলে জানতে পেরেছেন তারা। তবে নৌকাটি কার বা কার বিয়ের জন্য এসেছিল তা জানা যায়নি।

তিনি জানান, এই সংঘর্ষে পানসী নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। এতে ১০ জন আহত হন এবং ২ জন নিখোঁজ হন। অপর বাইচালরা সাঁতরে কূলে ওঠেন। সংঘর্ষের পরই বিয়ের নৌকাটি দ্রুত পালিয়ে যায়। গভীর রাতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ ভেসে ওঠে।

উল্লাপাড়া মডেল থানার ওসি জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুই ব্যক্তির মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নিহতদের পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বরযাত্রীর শ্যালোনৌকাটি শনাক্ত করে ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com