বরিশাল গৌরনদী গত কয়েক মাস ধরে রবি এয়ারটেল টাওয়ারের ট্রান্সফরমার কিছুদিন পর পর চুরি হয়ে আসছিল। দীর্ঘ দিনের অপেক্ষার পরে ধরা পরেছে গৌরনদী কটকস্থল সাউদের খাল পার গ্রামের রবি এয়ারটেল টাওয়ারের ব্যাটারী,ও ট্রান্সফরমার চোর। কথায় আছে চোরের দশদিন গৃহস্থের একদিন।২০/০৮/২০২৫ রাত ২ টা বাজে কিছু লোক রবি এয়ারটেল টাওয়ার ব্যাটারী চুরির উদ্দেশ্য টাওয়ারের কাছে আসে। পরে টাওয়ারের সিকিউরিটি গার্ড জিয়াউল সরদার ও তার বড়ো ভাই রেজাউল সরদার তাদের (চোর)কে ধাওয়া দেয় চিল্লাপাল্লা শুনে এলাকাবাসী চারদিক দিয়ে ঘিরে ফেলে একজন চোর ধরতে সক্ষম হয়।তাৎক্ষণিক রাতে টহলকারী পুলিশের কাছে চোরকে সোপর্দ করা হয়।তবে চোরের সাথে আরো কয়জন ছিল চোরের বাড়ি কোথায় কিছুই যানা যায়নি।