সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে মহাসমাবেশ শুরু করেছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। সারাদেশ থেকে শিক্ষকরা এতে অংশ নেন।
শিক্ষকদের মূল দাবিগুলো হলো: সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা নিশ্চিত করা, শতভাগ শিক্ষকের পদোন্নতি করা, ১০ ও ১৬ বছরের মধ্যে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।
মহাসমাবেশটি আয়োজন করেছে ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’, যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
ঐক্য পরিষদের নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে আমরা সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করছেন। চলতি বছরের মে মাসে তারা এক ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন এবং ধাপে ধাপে তা দুই ঘণ্টা ও আধাবেলা পর্যন্ত বৃদ্ধি পায়। ২৬ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হলেও পরবর্তীতে উপদেষ্টার আশ্বাসে ক্লাসে ফিরে যান। কিন্তু আশ্বাসের তিন মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় আবারও তারা রাজপথে নেমেছেন।