বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এস এম মনিরুজ্জামান মনির শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয় এবং পরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।
স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রত্যাশা— নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষা কার্যক্রমে আধুনিকায়ন আসবে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় উদ্যোগ বাড়বে বলে মনে করছেন অনেকে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এই নেতৃত্ব বিদ্যালয়ের শৃঙ্খলা ও ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, এস এম মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণে এলাকায় এক ধরনের উৎসাহ এবং আশার সঞ্চার হয়েছে।
এ জাতীয় আরো খবর..