স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চঘাট ও রেলস্টেশনগুলো ছিল ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।
শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে থাকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে। গাবতলী টার্মিনালে দেখা গেছে, বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার হাজারও যাত্রী।যারা অগ্রিম টিকিট নিয়েছিলেন তাদেরকে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ রাস্তায় যানজটের ফলে নির্ধারিত সময়ে বাসগুলো গাবতলী টার্মিনালে পৌঁছতে না পাড়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
দু-একটা বাস আসলে তাতে যেন হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ।বাসের জন্য চলছে হাহাকার। এছাড়া ভাড়া বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন যাত্রীরা। মহাসড়কে যানজটে আটকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঘরমুখো মানুষ।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপে ক্ষতিগ্রস্ত ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়েছে। ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এই ঘটনা ঘটে।