চট্টগ্রাম-মোংলা সমুদ্রবন্দর দিয়ে ‘একতরফা ভারতমুখী‘ ট্রানজিট ও করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই’র পীর।
শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে একতরফা ভারতমুখী ট্রানজিট ও করিডোর প্রদান‘-এর সিদ্ধান্তে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চরমোনাই পীর বিবৃতিতে এ চুক্তির তীব্র সমালোচনাও করেন।
দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা করে লাশ উপহার দিচ্ছে বিএসএফ। জোরালো কোনও প্রতিবাদ পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি। এধরনের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে ভারত বাংলাদেশকে তোয়াক্কাই করছে না।’
‘আর আমাদের সরকার ভারতকে সবকিছু উজার করে দিচ্ছে বলে অভিযোগ করেন পীর চরমোনাই। তিনি বলেন, ‘এ যেন ভারতের প্রতি নিরঙ্কুশ ভালবাসার বহিঃপ্রকাশ। অবিলম্বে এ সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে।’