ঢাকা প্রতিবেদক :
ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে সোমবার মধ্যরাতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
এক বিবৃতিতে নেতারা বলেন, “সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় গতকাল রাতে হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।”
তারা বলেন .” মূলত: চলমান ভয়াবহ দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে অবৈধ সরকার, আর তারই শিকার হয়েছেন নাজমুল হক মাসুম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য সরকারের সকল চক্রান্ত ও নীলনকশা রুখে দিতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা শত নির্যাতন, জুলুম ও কারান্তরীণের পরও বলীয়ান হয়ে চলমান নির্দয় দেশ শাসন ও বিরোধী নেতাকর্মীদের ওপর নিপীড়ণ-নির্যাতনের বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।”
দুই নেতা হাতিরঝিল থানা বিএনপি’র আহবায়ক নাজমুল হক মাসুমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।