বৃহস্পতিবার, ০৯:১১ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবে প্রবাসীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পঠিত

প্রবাসী বাংলাদেশিরা এখন পাসপোর্ট ছাড়াই ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন। জন্মনিবন্ধন সনদ, ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করে এই শর্ত শিথিল করা হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষর করা সংশোধিত এসওপি থেকে এ তথ্য জানা গেছে।

সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার প্রত্যয়নপত্র জমা দিলেই চলবে।

এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই জমা দিতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২(ক); চট্টগ্রাম বিভাগের ৫৬টি বিশেষ এলাকাভুক্ত উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ ফরম; বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড); পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি; এবং পাসপোর্টের কপি অথবা তিন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র।

এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মধ্যে রয়েছে- আবেদনকারীর পিতা-মাতার এনআইডি বা জন্মনিবন্ধন সনদের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিন সনদ, বিয়ে সনদ ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এবং ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি।

প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়ার কথাও বলা হয়েছে এসওপিতে। সেটি সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে তা জমা দেওয়া যাবে।

বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়া-এই নয়টি দেশের ১৬টি দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যেই এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com