নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবিদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
ক্ষমা চেয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেও সভায় আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবে না বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি মহসচিব বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গ্যাস আমদানি করে দাম বাড়াচ্ছে সরকার। সরকারের সঙ্গে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার সঙ্গে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রকে ব্যবহার করে ভিন্নমতের মানুষদের গুম, খুন করা হচ্ছে।