গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমান নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার রাতে ঢাকা থেকে আরমানকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা।
খবরের সত্যতা নিশ্চিত করে গতকাল সোমবার রাত ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যার যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে হত্যায় অংশ নেওয়া নীল রঙের শার্ট পড়া যে সন্ত্রাসীকে দেখা গেছে, তিনি হচ্ছেন র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আরমান। ইতোমধ্যে আরমানকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রবিউল হাসান আরও জানান, রিমান্ডে থাকা আসামি শাহজালাল সোমবার আদালতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরমানের সম্পৃক্ততার কথা জানিয়েছিলেন তিনি।
এ নিয়ে সাংবাদিক তুহিন হত্যায় ৯ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা।