নিশ্চিতভাবেই প্রেমের পরিণতি মানেই এক আবেগঘন অধ্যায়, আর ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্কও অবশেষে সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছেছে। পরিচয়ের নয় বছর পর প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা। গুচির এক শোরুমে শুরু হওয়া সম্পর্ক এখন পরিণয়ের দ্বারপ্রান্তে।
২০১৬ সালের এক শীতের বিকেলে মাদ্রিদের গুচির একটি শোরুমে প্রথম দেখা হয়েছিল তাদের। সাধারণ এক বিকেল হলেও, রোনালদোর উপস্থিতিতে দিনটির মাহাত্ম্য বদলে যায়। শোরুমের কাউন্টারে দাঁড়ানো ছিলেন জর্জিনা, তখন একজন সাধারণ বিক্রয়কর্মী। আর রোনালদো ছিলেন বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন এক তারকা। তবে ভালোবাসায় সামাজিক অবস্থান কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি।
প্রথম সাক্ষাৎেই যেন তৈরি হয় এক অনন্য সংযোগ। ধীরে ধীরে দেখা-সাক্ষাৎ বাড়ে, সম্পর্ক গাঢ় হয়। প্রথম দিকে নিজেদের প্রেম গোপন রাখলেও ২০১৭ সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্ক নিয়ে জল্পনা শেষ হয়।
একই বছর, নভেম্বর মাসে তাদের কন্যা আলানা মার্তিনার জন্ম হয়। এরপর রোনালদোর অন্য সন্তানদের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন জর্জিনা। ২০২২ সালে তাঁদের ঘরে আসে আরও এক কন্যা – বেলা এস্মেরলাদা।
জর্জিনা শুধু একজন জীবনসঙ্গী নন, রোনালদোর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গীও বটে। ব্যক্তিগত ও পেশাগত নানা দিক সামলানোর পাশাপাশি, ফ্যাশন ও বিনোদন জগতেও নিজের একটি স্বতন্ত্র অবস্থান গড়েছেন তিনি।
তবে এত কিছু সত্ত্বেও তাঁদের সম্পর্কটা আনুষ্ঠানিক পরিণয় পায়নি – এ নিয়ে ভক্তদের মনে ছিল এক ধরনের অপেক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে।
গতকাল ইনস্টাগ্রামে এক পোস্টে জর্জিনা নিজেই নিশ্চিত করেছেন এই সুখবর। এক ঝলমলে হীরার আংটি পরা হাতে ছবি পোস্ট করে তিনি লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আমার সব পরবর্তী জন্মেও।” ছবিটি পোস্ট করার সময় তিনি লোকেশন হিসেবে ট্যাগ করেছেন সৌদি আরবের রিয়াদ শহর – যেখানে বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন রোনালদো।
এখন ফুটবলপ্রেমী ও রোনালদো-জর্জিনার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে সেই বহুল কাঙ্ক্ষিত বিয়ের দিনটি আসবে। নিশ্চিতভাবেই তাদের বিবাহ অনুষ্ঠান হবে এক স্মরণীয় আয়োজন।