স্বপ্ন, পদ্মা ও সেতুর পর নারায়ণগঞ্জে আরো এক নারী একসাথে ৩ সন্তানের মা হয়েছেন। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে লাইজু নামের এক নারীর ওই ৩ সন্তানের জন্ম দেন। ওই হাসপাতালের ডা: নুর-ই-নাজমা লিমার চিকিৎসায় দীর্ঘ দিন পর মা হন লাইজু। সন্তান ৩টি জন্মের পর ডা: লিমার ভাই বাবু ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ্। আল্লাহ তায়ালার রহমতে আমার বোন ডা: নুরে নাজমা লিমার চিকিৎসায় মিসেস লাইজু দীর্ঘ বছর পর একসাথে তিন সন্তানের মা হলেন। মা ও বাচ্চারা সকলেই সুস্থ্য আছেন। ডা: নুরে নাজমা লিমা ও তার টিম এবং তিন নবজাতকদের জন্য সবাই দোয়া করবেন।’
বিস্তারিত আসছে…