মঙ্গলবার, ০২:৫৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক চলছে। দেশটির পুত্রাযায়ায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় এ বৈঠক শুরু হয়।

এর আগে সকাল ৯টার দিকে পুত্রাযায়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী।

এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ড. ইউনূস। এরপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানে আনোয়ার ইব্রাহীম ও ড. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তিন দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধানসহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

প্রসঙ্গত, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার মালয়েশিয়া গেছেন প্রধান উপদেষ্টা। এদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুরে অবতরণ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বুংগা রায় ভিভিআইপি কমপ্লেক্সে মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে তাকে গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইল।

এর আগে দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়া রওনা হয়েছিলেন ড. ইউনূস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com