যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
তাদের তথ্য মতে, বুধবার ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৭৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, ইসরায়েলি বাহিনী তিনটি নির্দিষ্ট স্থানে আক্রমণ চালায়, যার মধ্যে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকা (খান ইউনুসের কাছে) রয়েছে।
ইসরায়েল শুজাইয়া এলাকার এক মোড়ে হামলা চালায়, যেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। এছাড়া জাইতুন মহল্লার একটি ভবনে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন-যাদের মধ্যে একটি পুরো পরিবারও ছিল।
মাহমুদ বলেন, ‘একজন বাবা, একজন মা এবং তাদের তিন সন্তানকে এই ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে।’
তিনি আরও জানান, হামলার তীব্রতা গাজাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি বলেন, ‘গাজার মানুষ প্রতিদিনই ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ এখনো চলছে এবং চলমান সহিংসতার কারণে ফিলিস্তিনিরা এখনো মারা যাচ্ছে।’
যদিও ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে ইসরায়েলি বোমাবর্ষণ কখনোই সম্পূর্ণ বন্ধ হয়নি।