রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়াকে (৩৪) দ্বিতীয় দফায় ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫–এ লিমনকে হাজির করে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আশিকুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁসুলি আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক জানান, আলোচিত এ মামলায় লিমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন তার ছেলে তাওসিফ রহমান। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) আহত হন। তবে আহত অবস্থায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করে পুলিশ। পরের দিন বিচারক আব্দুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।