মহান মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের বরিশালে উত্তর জনপদের সড়ক পথে প্রথম সম্মুখ যুদ্ধে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাসেমের কনিষ্ঠ ছেলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম মিলন (৫৮) দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকার টেকনিক্যাল বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)।
তিনি স্ত্রী, জময দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের জানাজা শেষে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর নাঠৈ গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর..