বুধবার, ০৫:১৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

৪ নভেম্বর আব্দুল জব্বার মাস্টারের চতুর্থ মৃতবার্ষিকী। 

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত
আজ ৪ নভেম্বর সাবেক প্রধান পরীক্ষক যশোর বোর্ড, সাবেক প্রধান শিক্ষক শরিকল মাধ্যমিক বিদ্যালয় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের  শুভাকাঙ্ক্ষী জনাব আব্দুল জব্বার (মাস্টার) আকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী। জনাব জব্বার মাস্টার ২০২১ সালের এই দিনেই, সর্বশক্তিমান আল্লাহ তাঁর অসীম জ্ঞানে তাকে তাঁর চিরন্তন আবাসে ফিরিয়ে আনেন। দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও, তাঁর অনুপস্থিতি এখনও তার পরিবার আত্মীয়-স্বজন ও হাজার হাজার ছাত্রছাত্রীর জীবনের প্রতিটি প্রভাতে, প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি প্রার্থনায় প্রতিধ্বনিত হয়। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ – সরিকল উচ্চ বিদ্যালয়ের গর্বিত এবং সফল প্রধান শিক্ষক যশোর বোর্ডের প্রধান পরীক্ষক এবং সরিকলের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব কিন্তু তার পেশাগত সাফল্যের বাইরেও, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন সত্যিকারের পরামর্শদাতা এবং তাকে চিনতেন এমন সকলের জন্য একজন পথপ্রদর্শক আলো তিনি যে ছাত্রদের পড়াশোনা করেছিলেন তারা এখন দেশের বিভিন্ন প্রান্তে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় – তিনি ছিলেন জ্ঞানের প্রেমিক, আজীবন জ্ঞানের ভক্ত।  তিনি তাঁর সন্তানদের তাঁর ভালোবাসা, শাসন এবং অফুরন্ত প্রার্থনার ছায়ায় লালন-পালন করেছেন। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন ছিল – তাঁর  ছাত্রছাত্রীদের পাশাপাশি  পুত্র-কন্যাদের – সুশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত এবং কল্যাণে ঐক্যবদ্ধ দেখতে। তিনি তাদের “ফুলের বাগান” বলতেন যা তিনি যত্ন সহকারে রোপণ করেছিলেন।
তিনি ছিলেন গভীর বিশ্বাসের মানুষ – ধার্মিক, নম্র এবং প্রশান্তিতে পরিপূর্ণ। ভোরবেলায় তিনি ফজরের আযান দিতেন, পবিত্র কুরআন তেলাওয়াত করতেন এবং প্রাণবন্ত ইসলামী গান গাইতেন  “আমার মাংশ খাইবে ওল্লায় পিনপ্রায়ে… হাদ্দি খাইবে নোনাতে… কেমনে রোবো আমি কবরের মাঝতে…” তাঁর কণ্ঠস্বর শুনে সবাই ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ছুটে যেত। . তিনি হজ্জ পালন করছেন এবং জীবনের প্রতিটি দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাটিয়ে দিতেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল অসীম — পরিবারের প্রতিটি সাফল্যের জন্য তাকে কৃতিত্ব দিতেন.. আজ, তিনি  নেই তার চিরস্থায়ী শান্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে  প্রার্থনা করি পরম করুণাময় আল্লাহ আমাদের প্রিয় স্যার আব্দুল জব্বার (মাস্টার) আকনকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। তার রেখে যাওয়া আদর্শ চিরকাল আমাদের পথ দেখাবে। আমরা আপনাকে ভালোবাসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com