আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের সামনে জড়ো হওয়া মানুষজন উল্লাস করতে শুরু করে। তারা ‘শেখ হাসিনার ফাঁসি হলো’ এবং ‘দড়ি লাগাও, ফাঁসি দাও’-এর মতো স্লোগান দিতে থাকে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।