রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর মাস্টারের কনিষ্ট পুত্র ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য তিন সন্তানের জনক মোঃ আমিনুল ইসলাম হাওলাদার (৪২)র লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পরিবার স্বজনদের অভিযোগ যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দূবৃত্তারা। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় লোকজন, পরিবারের সদস্য ও স্বজনরা জানান, গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোঃ আমিনুল ইসলাম হাওলাদার প্রতিদিন রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাজারে যান এবং রাত ১২টার দিকে বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। শনিবার দিবাগত রাত ১০টায় খাবার খেয়ে বাইরে যান রাতে আর ফিরে আসেন নাই। রোববার সকালে স্থানীয়রা গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের নিজ বাড়ির সন্নিকটে পুকুরের ঘাটলার পাশে লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন, পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে রোববার দুপুরে মোঃ আমিনুল ইসলাম হাওলাদাররের লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসেন।
যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম হাওলাদারের স্ত্রী পারভিন আক্তার (২৫) অভিযোগ করে বলেন,উনি (স্বামী) প্রতিদিন রাতের খাবার খেয়ে বাইরে যান ১১/১২টার দিকে বাড়িতে আসেন। গতকাল আর আসে নাই তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মোঃ আমিনুল ইসলাম হাওলাদারের বড় ভাই মোঃ মাজারুল ইসলাম (৪৫) বলেন, আমার ভাইকে দুরে কোথাও বসে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশে ঘাটলায় লাশ ফেলে গেছেন দূবৃত্তরা। এটি পরিকল্পিত হত্যা কান্ড। নিহতের ছোট বোনের স্বামী উপজেলা যুবলীগের সদস্য মোঃ মিন্টু সরদার অভিযোগ করে বলেন, মোঃ আমিনুল ইসলাম হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার গলায় বুকে, পিছনে নির্যাতনের দাগ ও গলার পিছনে রক্তাক্ত ক্ষত রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচার আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। এ ঘটনায় তারা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের মধ্যে অনেক খোঁজা খুজি করি। এক পর্যায়ে ঘাটলা নিচ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করি। নিহত আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..