শুক্রবার, ০৭:৩১ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত ২৮, আহত ৭৭ চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আমিরাতে গৌরনদীতে করিম প্রফেসার এর মৃত্যুতে বনিক সমিতির শোক প্রকাশ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতা মিলন’র ইন্তেকাল  রাজসাক্ষী আবজালুলের জেরা: ট্রাইব্যুনালে হট্টগোল শেখ হাসিনাকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার আরাকান আর্মির হাতে বন্দী ১৬৬ জেলে, ‘মাছ শিকারে গেছে, আজও ফিরে এল না’ সরকার ও রাজনৈতিক দলগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ডাকসুর ‎দুই কোটি টাকা আত্মসাৎ, মোশাররফের ‎বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিচারকের ছেলে হত্যায় লিমন মিয়া দ্বিতীয় দফায় রিমান্ডে

জাবির ফটকগুলোতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পঠিত

ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফটকগুলোতে জাকসুর আহ্বানে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেলে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

জাকসু নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে সন্ত্রাসী অপতৎপরতা চালানোর চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ। এ অপতৎপরতা রুখে দিতে আবাসিক হলগুলোর ছাত্র সংসদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে বিভিন্ন হল সংসদের নেতৃত্বে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাত ৩টায় সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাকসু নেতৃবৃন্দ, বিশমাইল ফটকে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ, সিএন্ডবি সংলগ্ন ফটকে মীর মশাররফ হোসেন হল ছাত্র সংসদ, প্রান্তিক ফটকে ১০ নং হল ছাত্র সংসদ, ইসলামনগর ফটকে আল বেরুণী হল, আ ফ ম কামাল উদ্দিন হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্র সংসদ এবং গেরুয়া ফটকে শহীদ রফিক-জব্বার হল ছাত্র সংসদের নেতৃত্বে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এছাড়া প্রধান ফটকে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দকেও অবস্থান করতে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের অনেককে ক্রিকেট খেলে, গান গেয়ে সময় পার করতে দেখা যায়।

অবস্থান কর্মসূচির বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। আমরা শিক্ষার্থীরা কোনো ধরনের অপতৎপরতা মেনে নেব না। তাদের ঝটিকা অপপ্রয়াস প্রতিহতে সচেষ্ট রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।’

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পরাজিত শক্তিরা আবারও নানাভাবে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু তাদের সেই সকল অপচেষ্টা প্রতিহত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা প্রস্তুত। দাঁতভাঙা জবাবই হবে তাদের প্রাপ্য উত্তর।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com