দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে অনিয়ম নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নিল ইসি সচিবালয়।
ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি গতকাল রোববার পাঠানো হয়েছে। মনির হোসেন বলেন, তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে ৩ জুলাই কমিশনে চিঠি দেয় পিবিআই।
এসব সংসদ নির্বাচনে ৬৪ জন ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পান। ইউএনও’রা পান সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে ছিলেন। প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত ছিলেন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে।