মঙ্গলবার, ০৭:১৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৫, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

স্টার্ক-বোল্যান্ডে কিংস্টন টেস্টে রেকর্ডের ছড়াছড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত

টেস্ট ক্রিকেটে এমন ভাঙনের ছবি শেষ কবে দেখা গেছে, মনে করাও মুশকিল! ২০৪ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র এক রান কম রান হলেই টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড নিজের করে নিত ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওই জায়গাটা এখনও ধরে রেখেছে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের করা ২৬ রান।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস্টনের দিবা-রাত্রির এই ম্যাচে একাধিক রেকর্ডের জন্ম হয়েছে। উইন্ডিজদের এমন বিব্রতকর রেকর্ডের মুখোমুখি করতে বল হাতেও ইতিহাস জন্ম দেওয়া বোলিং করেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক। অন্যদিকে হ্যাটট্রিকসহ ৩ উইকেট শিকার করেছেন বোল্যান্ড মাত্র ২ রানে।

মাত্র ১৫ বলে ‘ফাইফার’: মিচেল স্টার্ক গড়েছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খরচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ১৫ বলেই তুলে নিয়েছেন ফাইফার! এত দিন এই রেকর্ড ছিল ১৯ বল খরচে অর্জন করা। যা করেছিলেন আর্নে টোশাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও বোল্যান্ড নিজেই (২০২১)। যৌথভাবে এই তিন বোলার এতদিন দ্রুততম ফাইফারের রেকর্ডটি দখলে রেখেছিলেন। সেই রেকর্ড এখন শুধুই স্টার্কের।

টেস্টে ৪০০ উইকেট: শততম টেস্টে স্টার্ক পৌঁছেছেন ৪০০ উইকেটের মাইলফলকে। মাত্র ১৯,০৬২ বল খরচ করে এই কীর্তি গড়েছেন তিনি, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুত ৪০০ উইকেট পান দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (১৬,৬৩৪ বল)।

৯ রানে ৬ উইকেট: ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানে ৬ উইকেট শিকার করেন স্টার্ক। শততম টেস্টে বল হাতে এটি এখন পর্যন্ত যেকোনো বোলারের সেরা বোলিং ফিগার। আগে রেকর্ডটি ছিল মুত্তিয়া মুরালিধরনের, যিনি ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন শততম টেস্টে।

প্রথম ওভারে ৩ উইকেট: ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই তিন ব্যাটারকে ফিরিয়ে দেন স্টার্ক। টেস্টে ১৯ বছর পর প্রথম ওভারে ৩ উইকেট নেওয়ার ঘটনা ঘটল। এর আগে ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের হয়ে ইরফান পাঠান হ্যাটট্রিক করেছিলেন ভারতের বিপক্ষে।

টেস্টে ডাবল ফার্স্ট ওভার উইকেট: স্টার্ক এর আগে ২০১৫ সালেও ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওভারে নিয়েছিলেন ২ উইকেট। ২০০২ সালের পর এই প্রথম কোনও বোলার টেস্টে দুইবার প্রথম ওভারে ২ বা ততোধিক উইকেট নিলেন।

বোল্যান্ডের হ্যাটট্রিক: দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক করে টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে ১০ম বোলার হিসেবে নাম লেখান স্কট বোল্যান্ড। সবশেষ ২০১০ সালে পিটার সিডল হ্যাটট্রিক করেছিলেন ব্রিসবেনে। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক সংখ্যা এখন ১২, যা দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছে ইংল্যান্ড (১৫টি)।

৭ ব্যাটারের ডাক: ২৭ রানে গুটিয়ে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার ফেরেন শূন্য রানে। টেস্টের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ড এখন তাদের দখলে। এর আগে ৬ ডাক ছিল টেস্টে সর্বোচ্চ, যা হয়েছে ৯ বার।

দ্বিতীয় সর্বনিম্ন স্কোর: মাত্র ২৭ রান, টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংস। ক্যারিবীয়দের আগের সর্বনিম্ন ছিল ৪৭ রান। পাশাপাশি এই ইনিংসটি ছিল মাত্র ১৪.৩ ওভারের, যা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন ওভার খেলে অলআউট হওয়ার নজির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com