অবনমনের ধারায় ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আইসিসির ১০ আগস্ট পর্যন্ত প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, মেহেদী হাসান মিরাজরা এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন।
দীর্ঘ দেড় যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক অঙ্কের ভেতর অবস্থান ছিল বাংলাদেশের। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো দশ নম্বরে চলে যায় দলটি। এরপর শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচ জিতে ৯ নম্বরে উঠলেও, সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে আবারও পিছিয়ে গেছে টাইগাররা।
বাংলাদেশের পাশাপাশি র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে পাকিস্তানেরও। তারা ৪ নম্বর থেকে নেমে গেছে ৫ নম্বরে। শীর্ষ দশে এ দুটি দল নিয়েই পরিবর্তন এসেছে। বাংলাদেশের জায়গায় ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, আর পাকিস্তানের জায়গায় ৪ নম্বরে উঠে গেছে শ্রীলংকা।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮, আর বাংলাদেশের ৭৭। শ্রীলংকা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২। তালিকার শীর্ষে আছে ভারত, যাদের রেটিং ১২৪। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আইসিসি র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৪ দলের সেই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি ১২টি জায়গার মধ্যে আটটি নির্ধারিত হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে, আর চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।
সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা (বর্তমানে ৬ নম্বরে) ও জিম্বাবুয়ে (১১ নম্বরে) এই হিসাবের বাইরে থাকবে।
এদিকে, ওয়ানডের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বাংলাদেশ রয়েছে দশম স্থানে। টেস্টে রয়েছে নবম অবস্থানে।