সোমবার, ০৫:১৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
এস এম মনিরুজ্জামান মনির বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শুরু ২৪ আগস্ট ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ নতুন বিতর্কের মুখে জুলাই শহীদদের ফ্ল্যাট প্রকল্প জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত মহীউদ্দীন আলমগীরের ৪শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ট্রাম্প-জেলেনস্কি বৈঠক : আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিমিয়া ও ন্যাটো ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

কত টাকা পেল লাহোর, পুরস্কার জিতলেন যারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪১ বার পঠিত

রান তাড়ার দুর্দান্ত রেকর্ড গড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। গতকাল রবিবার ফাইনালে কোয়েটা গ্রাডিয়েটর্সকে ৬ উইকেটে হারায় সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটার দেওয়া ২০২ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই পেরিয়ে যায় লাহোর।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে লাহোর কালান্দার্সের এটি সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০১৯ সালে একবার মাত্র ২০০ রান তাড়া করে ম্যাচ জেতে লাহোর। সেবার মুলতান সুলতানসের ৬ উইকেটে ২০০ রানের জবাবে ৪ উইকেটে ২০৪ রান তুলে জয় পায় কালান্দার্স।

একটি বিশ্বরেকর্ডও ভেঙেছে লাহোর। কোনো টি-২০ টুর্নামেন্টের ফাইনালে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড় দলটি। এই প্রথম কোনো দল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষের ২০০ বা তারও বেশি রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে।

পিএসএলের তিন বাংলাদেশি ক্রিকেটার। ছবি: সংগৃহীত

এতদিন এই রেকর্ডটি ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের ৪ উইকেটে ১৯৯ রানের জবাবে ৭ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জেতে কলকাতা।

এবারের পিএসএলের প্রাইজমানি ও পুরস্কার

*চ্যাম্পিয়ন- লাহোর কালান্দার্স (৫ লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় টাকা ৬ কোটি টাকা)।

*রানার্স আপ- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২ লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা)।

*টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার- সিকান্দার রাজা।

*টুর্নামেন্টের সেরা ফিল্ডার- আবদুল সামাদ।

*টুর্নামেন্টের সেরা বোলার- শাহিন আফ্রিদি।

*টুর্নামেন্টের সেরা ব্যাটার- হাসান নওয়াজ।

*সব থেকে বেশি রান- সাহিবজাদা ফারহান।

*সব থেকে বেশি উইকেট- শাহিন আফ্রিদি।

*ফাইনালের সেরা ক্যাচ- আবিষ্কা ফার্নান্ডো।

*টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার- মোহাম্মদ নইম।

*টুর্নামেন্টের সেরা ক্রিকেটার- হাসান নওয়াজ।

*টুর্নামেন্টের সেরা আম্পায়ার- আসিফ ইয়াকুব।

*ফাইনালের সেরা ক্রিকেটার- কুশল পেরেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com