রান তাড়ার দুর্দান্ত রেকর্ড গড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। গতকাল রবিবার ফাইনালে কোয়েটা গ্রাডিয়েটর্সকে ৬ উইকেটে হারায় সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটার দেওয়া ২০২ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই পেরিয়ে যায় লাহোর।
পাকিস্তান সুপার লিগের ইতিহাসে লাহোর কালান্দার্সের এটি সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০১৯ সালে একবার মাত্র ২০০ রান তাড়া করে ম্যাচ জেতে লাহোর। সেবার মুলতান সুলতানসের ৬ উইকেটে ২০০ রানের জবাবে ৪ উইকেটে ২০৪ রান তুলে জয় পায় কালান্দার্স।
একটি বিশ্বরেকর্ডও ভেঙেছে লাহোর। কোনো টি-২০ টুর্নামেন্টের ফাইনালে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড় দলটি। এই প্রথম কোনো দল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষের ২০০ বা তারও বেশি রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে।
পিএসএলের তিন বাংলাদেশি ক্রিকেটার। ছবি: সংগৃহীত
এতদিন এই রেকর্ডটি ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের দখলে। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের ৪ উইকেটে ১৯৯ রানের জবাবে ৭ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জেতে কলকাতা।
এবারের পিএসএলের প্রাইজমানি ও পুরস্কার
*চ্যাম্পিয়ন- লাহোর কালান্দার্স (৫ লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় টাকা ৬ কোটি টাকা)।
*রানার্স আপ- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (২ লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা)।
*টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার- সিকান্দার রাজা।
*টুর্নামেন্টের সেরা ফিল্ডার- আবদুল সামাদ।
*টুর্নামেন্টের সেরা বোলার- শাহিন আফ্রিদি।
*টুর্নামেন্টের সেরা ব্যাটার- হাসান নওয়াজ।
*সব থেকে বেশি রান- সাহিবজাদা ফারহান।
*সব থেকে বেশি উইকেট- শাহিন আফ্রিদি।
*ফাইনালের সেরা ক্যাচ- আবিষ্কা ফার্নান্ডো।
*টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার- মোহাম্মদ নইম।
*টুর্নামেন্টের সেরা ক্রিকেটার- হাসান নওয়াজ।
*টুর্নামেন্টের সেরা আম্পায়ার- আসিফ ইয়াকুব।
*ফাইনালের সেরা ক্রিকেটার- কুশল পেরেরা।