সোমবার, ০৫:২২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
এস এম মনিরুজ্জামান মনির বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি শুরু ২৪ আগস্ট ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ নতুন বিতর্কের মুখে জুলাই শহীদদের ফ্ল্যাট প্রকল্প জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত মহীউদ্দীন আলমগীরের ৪শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ট্রাম্প-জেলেনস্কি বৈঠক : আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিমিয়া ও ন্যাটো ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার দাঁড়িয়ে থাকা পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

ওয়ানডে র‌্যাঙ্কিং এক ধাপ নেমে গেছে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কাই বটে। কেননা আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে টাইগাররা। এক ধাপ পেছনে গিয়ে বর্তমানে ১০ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্তরা।

আইসিসি আজ সোমবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ওয়ানডেতে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে দলটি। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা র‌্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৪ সালের মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে ৫০ ভাগ করে শতকরা।

যদিও গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। এই সময়ে ৫০ ওভারের সংস্করণে আট ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে তারা।

চ্যাম্পিয়নস ট্রফিতে গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। এর আগে নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে তিন ম্যাচের সিরিজ। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইটওয়াশ।

এদিকে গত এক বছরে ৯ ওয়ানডে খেলে ৬টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের বেড়েছে ৫ রেটিং পয়েন্ট। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এখন নবম স্থানে। ৪ রেটিং পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (৮৪)। তাদেরকে টপকে সাতে উঠেছে আফগানিস্তান (৪ পয়েন্ট বেড়ে ৯১)।

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলে শীর্ষস্থান ধরে রেখেছে। ২ পয়েন্ট বেড়ে রোহিত শার্মার দলের রেটিং পয়েন্ট এখন ১২৪। ওই টুর্নামেন্টের রানার্সআপনিউ জিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পয়েন্টও ১০৯। তবে ভগ্নাংশের ব্যবধানে এক ধাপ নিচে নেমে এখন তিনে তারা।

শ্রীলংকা (৫ পয়েন্ট বেড়ে ১০৪) চার নম্বরে উঠে এসেছে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে পাকিস্তান (১ পয়েন্ট বেড়ে ১০৪) ও দক্ষিণ আফ্রিকা (৪ পয়েন্ট হারিয়ে ৯৬)।

ভারত (২৭১ রেটিং পয়েন্ট) টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০ থেকে ৯ এ নামিয়ে এনেছে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া (২৬২)।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে ১০০ দলকে যুক্ত করেছে আইসিসি। গত তিন বছরে অন্তত ৮টি টি-টোয়েন্টি খেলা দলগুলোকে রাখা হয়েছে তালিকায়। ২০১৯ সালে থেকে চালু হওয়া এই সংস্করণের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এতদিন রাখা হতো ৮০ দল।

তালিকায় তিন নম্বরে আছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংল্যান্ড (২৫৪)। পরের তিন স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬) ও দক্ষিণ আফ্রিকা (২৪৫)। পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে শ্রীলংকা (২৩৫)। আটে নেমে যাওয়া পাকিস্তানের পয়েন্ট ২২৮। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম বাংলাদেশের। আর ২২৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আফগানিস্তান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com