আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে শুরুতেই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত আরেকটি গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-১ ব্যবধানে হারাল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ জয়ে আসরের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে একটু এগিয়ে গেল গ্যালাকটিকোরা।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের তিনটি গোলই ছিল চোখধাঁধানো। রদ্রিগোর গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন হুলিয়ান আলভারেস। তবে দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস আবার রিয়ালকে এগিয়ে নেওয়ার পর আর সেটা শোধ করতে পারেনি আতলেতিকো।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটে দারুণ থ্রু পাস বাড়ান ফেদেরিকো ভালভের্দে, গতিতে প্রতিপক্ষের একজনকে পেছনে ফেলে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আরেক ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে চমৎকার শটে দলকে উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো।
প্রতিপক্ষের টানা কয়েকটি আক্রমণ সামলে ধীরে ধীরে পাল্টা আক্রমণে উঠতে থাকে আতলেতিকো। প্রথম আধা ঘণ্টায় দুটি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৩২তম মিনিটে আলভারেসের দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে তারা। বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকেই শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি থিবো কোর্তোয়া, শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে পোস্টের ভেতরে লেগে বল জালে জড়ায়।
বিরতির পর ৫৫তম মিনিটে শাণানো পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফেরলঁদ মঁদির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে, দুজনকে কাটিয়ে প্রতিপক্ষের পাঁচ জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াস।
লড়াইয়ের ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় ঘুরে দাঁড়ানোর যথেষ্টও আশা আছে আতলেতিকোর। আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাঠে গড়াবে ম্যাচটি।