বাঁচা-মরার ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ। ক্রিকেটে নিয়মিতই খেলে থাকে এই দুই দল। তাই দুই দলেরই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা চেনা। নিউজিল্যান্ডকে এবার বলা হচ্ছে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। অন্যদিকে, ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। তবু কিউইদের বিপক্ষে সুখস্মৃতি কম নেই বাংলাদেশের। ২০১৭ সালে এই দলটিকে হারিয়েই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছিল টাইগাররা।
ওয়ানডেতে নিউজিল্যান্ড-বাংলাদেশের মুখোমুখি রেকর্ড
মোট ম্যাচ খেলা হয়েছে: ৪৫টি
নিউজিল্যান্ডের জয়: ৩৩ ম্যাচে
বাংলাদেশের জয়: ১১ ম্যাচে
ফল আসেনি: ১ ম্যাচে
সবশেষ ম্যাচ: ২০২৩ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
সবশেষ ৫ ম্যাচ: নিউজিল্যান্ডের ৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টিতে।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের লড়াই
মোট ম্যাচ: ২টি (নিউজিল্যান্ডের জয় ১টিতে, বাংলাদেশের ১টিতে)
ওয়ানডেতে দুই দলের সর্বোচ্চ ও সর্বনিম্ন রান
*বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর: ৩৪১/৭ (২০১৬); ম্যাচে ৭৭ রানে জয়ী নিউজিল্যান্ড
*বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর: ৩১.৪ ওভারে ৯৮ (২০২৩); বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
*নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর: ৪৯.২ ওভারে ৩০৯/৬ (২০১৩); বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
*নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর: ১৯ ওভার ৩ বলে ৭৭ (২০০২); নিউজিল্যান্ড ১৬৭ রানে জয়ী
*নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ: টম ল্যাথাম (১২১ বলে ১৩৭); ২০১৬ সালে
*নিউজিল্যান্ডের সেরা বোলিং: ইশ সোধি (৬/৩৯); ২০১৩
*বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ: মাহমুদউল্লাহ রিয়াদ (১২৩ বলে অপরাজিত ১২৮); ২০১৫ বিশ্বকাপে
বাংলাদেশের সেরা বোলিং: রুবেল হোসাইন (৬/২৬)
ওয়ানডেতে নিউজিল্যান্ড-বাংলাদেশ মিলিয়ে সর্বোচ্চ রান
*রস টেলর- ২৪ ইনিংসে ১ হাজার ১০ রান
*মুশফিকুর রহিম- ৩২ ইনিংসে ৭৯২ রান
*মাহমুদউল্লাহ রিয়াদ- ২৭ ম্যাচে ৭৮৭ রান
ওয়ানডেতে নিউজিল্যান্ড-বাংলাদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেট
*সাকিব আল হাসান- ২৩ ইনিংসে ৩৮ উইকেট
*কাইল মিলস- ১৭ ম্যাচে ৩৩ উইকেট
ড্যানিয়েল ভেট্টোরি- ২০ ম্যাচে ৩১ উইকেট।