ভারতে দক্ষিণাঞ্চলে একটি টানেল নির্মাণের সময় ধসে পড়ে আট শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।৪৮ ঘণ্টা পেয়ে গেলেও এখনো তাদের বের করে আনা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন একটি টানেল হঠাৎ করে পানি ও মাটির আকস্মিক চাপে টানেলের একটি অংশ ভেঙে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে।
রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি এক্স-এ এক বার্তায় জানিয়েছে, একটি বোরিং মেশিনের কাছে অবস্থানরত শ্রমিকরা দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হন। তবে প্রবেশদ্বারের কাছে আরো আটজন প্রকৌশলী এবং শ্রমিক ভিতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের সেচমন্ত্রী এন. উত্তম কুমার রেড্ডি সাংবাদিকদের বলেছেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। তবে আমরা আটকা পড়াদের নিরাপদে বের করে আনতে কাজ করে যাচ্ছি। ’তিনি বলেন, একটি সমন্বিত অনুসন্ধান এবং উদ্ধার চেষ্টা আব্যাহত রয়েছে।
শনিবার রাতে ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। খবরে বলা হয়েছে যে, টানেলের বায়ুচলাচল ব্যবস্থা কার্যকর ছিল। ফলে আটকে পড়া শ্রমিকদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দল আটকা পড়া শ্রমিকদের খুঁজে বের করতে এবং তাদের সরিয়ে নিতে সাহায্য করার আগে পানি সরিয়ে ফেলা এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করা প্রয়োজন।
ভারতে বড় অবকাঠামো নির্মাণকালে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০২৩ সালে, উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি আংশিক ধসে পড়া হিমালয় সড়ক সুড়ঙ্গ থেকে ১৭ দিনের একটি ম্যারাথন ইঞ্জিনিয়ারিং উদ্ধার অভিযানের মাধ্যমে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।