শুক্রবার, ১০:৩৬ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

মিসরে ফিরআউনের নতুন সমাধির সন্ধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮ বার পঠিত

মিসরে ১০০ বছর পর নতুন এক ফিরআউনের সমাধি পেয়েছেন গবেষকরা।১৮তম রাজবংশের শেষ অনাবিষ্কৃত সমাধিটি ছিল রাজা দ্বিতীয় থুটমোস-এর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মিসরের প্রত্নতত্ত্ববিদরা এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো একটি ফারাওয়ের সমাধি আবিষ্কার করেছেন। ব্রিটিশ-মিশরীয় প্রত্নতত্ত্ব গবেষক দল লুক্সরের নিকটবর্তী থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধিটি খুঁজে পেয়েছে। এতদিন গবেষকরা ধারণা করতেন, ১৮তম রাজবংশের ফারাওদের সমাধিস্থল প্রায় ২ কিলোমিটার দূরে, ভ্যালি অফ দ্য কিংসের কাছাকাছি অবস্থিত। কিন্তু এবার এটি পাওয়া গেছে মূলত রাজপরিবারের নারীদের সমাধিস্থল এলাকায়।

গবেষকরা যখন সমাধির কক্ষে প্রবেশ করেন, তখন এর অভ্যন্তরীণ সাজসজ্জা তাদের চমকে দেয়। মিশনের ফিল্ড ডিরেক্টর ড. পিয়ার্স লিথারল্যান্ড বলেন, ‘সমাধির কিছু অংশ এখনও অক্ষত ছিল—নীল রঙের ছাদ, যার ওপর সোনালি তারার চিত্র অঙ্কিত। আর এই ধরনের নকশা শুধুমাত্র রাজাদের সমাধিতেই দেখা যায়।’

তিনি বলেন, ‘প্রথমবার সমাধিতে প্রবেশের অনুভূতি ছিল অভূতপূর্ব। এটি ছিল একদম অবিশ্বাস্য ও আবেগপ্রবণ মুহূর্ত। বাইরে বেরিয়ে আমি এতটাই অভিভূত হয়েছিলাম যে, স্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ি।’

গবেষকরা আশা করেছিলেন, ধ্বংসাবশেষ সরিয়ে সমাধির ভেতরে ফারাওয়ের পচে যাওয়া কঙ্কালের অংশ বা অন্যান্য রাজকীয় নিদর্শন পাবেন। কিন্তু তারা দেখতে পান, সমাধিটি একেবারেই ফাঁকা। ড. লিথারল্যান্ড বলেন, এটি ডাকাতদের দ্বারা লুট হওয়া সমাধি নয়। বরং ইচ্ছাকৃতভাবে খালি করে ফেলা হয়েছে।

থুটমোস দ্বিতীয় ছিলেন কিংবদন্তি নারী ফারাও হাতশেপসুটের স্বামী। ইতিহাসে হাতশেপসুট একমাত্র নারী শাসক হিসেবে পরিচিত, যিনি নিজস্ব ক্ষমতায় ফারাও পদে অধিষ্ঠিত হয়েছিলেন।

গবেষকরা প্রায় ২০০ বছর আগে থুটমোস দ্বিতীয়-এর মমি খুঁজে পেয়েছিলেন, কিন্তু তার আসল সমাধিস্থল এতদিন অজানা ছিল। এবার তার সমাধি আবিষ্কারের মাধ্যমে ১৮তম রাজবংশের শাসকদের সমাধিস্থানের রহস্যের সমাধান হলো।

মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী শেরিফ ফাতি বলেন, ‘টুটানখামেনের সমাধি আবিষ্কারের পর এই প্রথম কোনো রাজকীয় সমাধি পাওয়া গেল। এটি মিসরবিদ্যা তথা বিশ্ব ইতিহাসের জন্য এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com