শুক্রবার, ১১:১৪ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বাইডেন আমলে নিযুক্ত সকল এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫ বার পঠিত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত সব মার্কিন এটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, গত চার বছরে বিচার বিভাগকে আগের মতো রাজনীতিকরণ করা হয়েছে।

তিনি বলেন, অতএব, আমি ‘বাইডেন যুগের’ বাকি সকল মার্কিন এটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি।

ট্রাম্প আরো বলেন, ’আমাদের ঘর অবিলম্বে পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচারব্যবস্থা থাকবে- যার কাজ আজ থেকেই শুরু হবে।’

একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার প্রশাসনে রদবদল করলে মার্কিন এটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। যাদেরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তারা প্রত্যেকেই বাইডেনের সময়ে নিযুক্ত ফেডারেল প্রসিকিউটর। যাদেরকে মার্কিন এটর্নি বলা হয়। প্রতিস্থাপন করা একটি প্রচলিত রীতি।

দেশের ৯৪টি ফেডারেল আদালত জেলার জন্য একজন করে ৯৩ জন এবং দু’টি জেলায় একজন মার্কিন এটর্নি রয়েছেন। মার্কিন এটর্নিরা প্রতিটি জেলার শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর বাইডেনের মনোনীত বেশ কয়েকজন মার্কিন এটর্নি প্রতিস্থাপনের কারণে পদত্যাগ করেছেন। বরখাস্তদের মধ্যে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের অফিসের সদস্যরাও রয়েছেন। যিনি ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে পরিত্যক্ত দু’টি ফৌজদারি মামলা করেছিলেন।

নিউইয়র্কের গুরুত্বপূর্ণ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত মার্কিন এটর্নি গত সপ্তাহে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের জন্য বিচার বিভাগ কর্তৃক অনুরোধের পর পদত্যাগ করেন। যিনি ট্রাম্প কর্তৃক নিযুক্ত ছিলেন।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com