বৃহস্পতিবার, ১২:০১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সুদানে হিফজ সম্পন্নকারী ১৫০ কিশোর-কিশোরীকে জাকজমকপূর্ণ সংবর্ধনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১০৪ বার পঠিত

আফ্রিকার মুসলিম দেশ সুদানে পবিত্র কুরআনে কারিমের হিফজ সম্পন্নকারী অন্তত ১৫০ জন কিশোর-কিশোরীকে জাকজমকপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরা জানায়, দেশটির উত্তর-পূর্ব হামাসকোরাইব শহরে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এটির আয়োজন করে ‘খাল্লাবি’ নামের স্থানীয় একটি আধ্যাত্মিক সংগঠন।

অনুষ্ঠানে স্থানীয় গভর্নর মোহাম্মদ আব্দুর রহমান মাহজুব, খাল্লাবির জেনারেল সেক্রেটারি শায়খ সুলাইমান আলি বাইতাঈসহ সুদান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘খাল্লাবি’র মুখপাত্র শায়খ আলআমিন হামিদ বলেন, এটি ‘খাল্লাবি’র জন্য গর্বের বিষয়। তারা এটি নিয়ে ১৬তম বার কুরআনের হাফেজদের সংবর্ধনা দিচ্ছে।

প্রসঙ্গত, খাল্লাবি হচ্ছে- ইসলাম প্রচার ও পবিত্র কুরআন হিফজের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে সুদানের সবচেয়ে বড় দ্বীনি সংগঠন। কয়েক শতাব্দী যাবত সংগঠনটি সুদানের ধর্মীয় অঙ্গনে বেশ অবদান রেখে চলেছে। একইসাথে আধ্যাত্মিকতা চর্চার জন্যও এটি বেশ গ্রহণযোগ্য। দেশ-বিদেশের অনেক জ্ঞানপিপাসু শিক্ষার্থী ‘খাল্লাবি’র তত্ত্বাবধানে আধ্যাত্মিকতার চর্চা করে। এটির প্রতিষ্ঠা বেশ কয়েক শতাব্দী আগে হলে শায়খ আজিব আলমানজালিকের শাসনামলে (১৫৭০-১৬১১) গোটা সুদানে এর বিস্তৃতি ঘটে।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com