জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা করতে গিয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ মনিরুজ্জামান এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের গতকাল একজন সম্মানিত ম্যাডাম মারা গেছেন। আজকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। এ জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের মেডিকেল সেন্টার থেকে ডাক্তারের ব্যবস্থা করেছি। যারা অসুস্থ বোধ করেছেন খানিকটা বা অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন ভালো আছেন।’
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘তাদেরকে (যারা অুসস্থ বোধ করছেন) বিশ্রামে রেখে আমরা অন্য শিক্ষক এবং কর্মকর্তাদেরকে কাজে নিয়োগ করেছি। তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করি আমরা সন্ধ্যা ৭টার মধ্যেই ফালাফল তৈরি করে ঘোষণা করতে পারব।’
এর আগে গতকাল শুক্রবার সকালে ভোট গণনার কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।