চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গতকাল রবিবার সংঘর্ষের পর সন্ধ্যা সাতটা থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত সেখানে থমথম পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা নেই। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৪৪ ধারা জারি করার পর ক্যাম্পাসে যৌথবাহিনী ঘুরে ঘুরে টহল দিচ্ছে।
এ ছাড়া ক্যাম্পাসে যান চলাচল খুবই সীমিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার কিছু দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম আমাদের সময়কে বলেন, ‘স্থানীয়দের দুই দিনের তাণ্ডবলীলার পর আজ বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্যাম্পাস নিরাপদ করতে হবে।’
সার্বিক পরিস্থিতি জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘গতকাল সংঘর্ষের পর আজ ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি আছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বন্ধ আছে। তা ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তার জন্য যৌথবাহিনী কাজ করছে।’