৪৫ ঘণ্টা পর শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। এখন চলছে ফল প্রস্তুতের কাজ।
আজ শনিবার দুপুর সোয়া ২টায় শেষ হয় ২১টি হলে কেন্দ্রের ভোট গণনা কার্যক্রম। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।
ডাকসু নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভোট গণনা ২টায় শেষ হলেও ফল ঘোষণা করতে সন্ধ্যা ৭টা বেজে যাবে। ফল প্রস্তুত করতে সময় প্রয়োজন।