শনিবার, ১২:৫৫ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সৌদিতে শুধু নারীদের জন্য খেলার চ্যানেল চালু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

সৌদি আরবে সম্প্রতি এমন একটি টিভি চ্যানেল চালু করা হয়েছে যা শুধু নারীদের খেলা সম্প্রচার করবে। এই চ্যানেলে দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট ২৪ ঘণ্টা সম্প্রচারিত হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারকারী সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এই চ্যানেলটি এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করেছে। নতুন চ্যানেলটি সৌদি নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের খেলার সরাসরি সম্প্রচার দেখাবে। এছাড়া উয়েফা ম্যাচ এবং অন্যান্য আন্তর্জাতিক খেলাও এতে প্রচারিত হবে।

এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “আমরা শুধু নারীদের খেলাধুলার সুযোগকে তুলে ধরছি না, একই সঙ্গে দেশটির প্রতিভা ও আন্তর্জাতিক লিগকে বিশ্বের সামনে উপস্থাপন করছি।”

ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব নারীদের স্বাধীনতা এবং সুযোগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মধ্যে গাড়ি চালানোসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিক স্বাধীনতা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com