শনিবার, ১২:৫৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘নেপালের মতো’ সরকার পতনের ডাক দিয়ে ১৪ মামলার আসামি বিজেপি নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত

নেপালে সম্প্রতি ‘জেন জি’ প্রজন্মের তরুণদের তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে।পুড়িয়ে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট থেকে শুরু করে একমাত্র পাঁচ তারকা হোটেলটিও। ভারতের পশ্চিমবঙ্গেও এমন ধরনের আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই তার বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাবেক বিজেপি সংসদ সদস্য বলেন, রক্তপাত ছাড়া কোনো শাসন শেষ হয় না। পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুবসমাজ কখন জাগবে? আমরা অপেক্ষা করছি।’

এরপরই সমালোচনা ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন সেখানে বিজেপি নেতা রক্তপাতের আহ্বান কীভাবে জানান।

এক দিনের মধ্যেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়। এরপর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে বলেন, আমার বিরুদ্ধে ১৮৪টি এফআইআর আছে, ৪০০টি হোক। আমি এটিকে স্বাগত জানাই।’

এই ঘটনায় পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলীয় হুইপ বিজেপি নেতা শংকর ঘোষ বলেন, ‘আমরা প্রতিবেশী কোনো রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই না। এটি স্পর্শকাতর বিষয়। তবে আমাদের রাজ্যের কথা আমরা বলবোই। আর এই রাজ্যের সিদ্ধান্ত নেবে জনগণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com