তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। অথচ ভালো শুরুর পরও হঠাৎ ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। দলীয় ৯৯ রানে রান আউটে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত, এরপর মাত্র ৫ রানের ব্যবধানে পড়ে যায় আরও ৭ উইকেট। ১০৫ রানে ৮ উইকেট হারানো দলের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানান পেসার তাসকিন আহমেদ। বলেন, ‘ক্রিকেটের অনিশ্চয়তা আবারও চোখে পড়ল। আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখি ৫ উইকেট পড়ে গেছে! এটা কেউই আশা করেনি। তবে আমরা আশা করছি, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব। সবাই ভুল থেকে শিখছে, কিন্তু সত্যি বলতে ভালো লাগেনি এমন হার।’
তিনি আরও বলেন, ‘এক ওভারে দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ার পর কিছুটা প্যানিক সৃষ্টি হয়েছিল। সেখান থেকেই চাপের মধ্যে পড়ে খেলোয়াড়রা যেভাবে আউট হয়েছে, তা সত্যিই অপ্রত্যাশিত। আমরা এমন বাজে দল না যে, এইভাবে হুড়মুড় করে ভেঙে পড়ব।’
তবে হতাশার মাঝেও আশাবাদী তাসকিন। বলেন, ‘সবার সামর্থ্য আছে। আজকের ধসই হারের কারণ। আমরা কঠোর পরিশ্রম করছি, সামনে ভালো কিছু আসবেই ইনশাআল্লাহ। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যায় না। আপনারা দোয়া করবেন আমাদের জন্য।’
এই হারের পর সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে দলের প্রত্যাশা, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ঘুচিয়ে দেবে প্রথম ম্যাচের হতাশা।