বুধবার, ০৫:১৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নির্বাচনেই বাস্তবায়ন হবে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা

ব্রি. জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট সব জল্পনা-কল্পনা দূর করে ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। পরবর্তী সপ্তাহে নির্বাচন কমিশন সরকারের কাছ থেকে এ বিষয় নির্দেশনা লাভ করেছে। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। কমিশনের পক্ষে একজন নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে প্রস্তুতি কোন পর্যায়ে আছে, তার ব্যাখ্যা দিয়েছেন। এর পাশাপাশি তিনি আরপিওর কী কী সংশোধনী হতে যাচ্ছে, তা তুলে ধরেন। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সব শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। গণ-অভ্যুত্থান একটি নতুন স্বপ্ন দেখিয়েছিল। এ বিপ্লবে অংশগ্রহণকারী শক্তিগুলোর মধ্যে একই ঐক্য কাজ করেছে। একই লক্ষ্যে সবাই লড়াই করেছে-ফ্যাসিবাদের পতন আর নতুন বাংলাদেশের বিনির্মাণ।

অনেক চড়াই-উতরাই পেরিয়ে অন্তর্বর্তী সরকার স্বপ্নযাত্রার একটি পথনকশা দিয়েছে। এর মাইলফলকগুলো হলো বিভিন্ন কমিশন গঠন ও তাদের কার্যক্রম, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ঐকমত্যে পৌঁছানোর সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ এবং জাতীয় সংসদ নির্বাচন। ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

পথনকশার পরবর্তী মাইলফলকটি হচ্ছে ‘জুলাই সনদ’ যেটি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে। আশাপ্রদ ব্যাপার হচ্ছে, যেসব রাজনৈতিক দল আলোচনায় অংশগ্রহণ করেছে, তারা তাদের মত কিংবা দ্বিমত প্রকাশ করেছে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য-বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কী কী বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে আর কী কী বিষয়ে নোট অব ডিসেন্ট আছে, সেটা আরেকটি দীর্ঘ আলোচনার বিষয়; তাই এ নিবন্ধের বাইরে রাখা হলো। সবচেয়ে বড় যে প্রশ্নটির সমাধান এখন রাজনৈতিক দলগুলোকেই আলোচনা এবং সমঝোতার মধ্য দিয়ে আসতে হবে, সেটি হলো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিটি কী হবে? যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে কিংবা অধ্যাদেশ জারির মাধ্যমে সম্পন্ন করা যায়, সেগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করে ফেলা। এতে জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস ফিরবে যে, গণ-অভ্যুত্থানের চেতনা ও ত্যাগের প্রতিফলন ঘটছে। আবার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্পন্ন করা হবে, সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার সংসদে আইনে পরিণত করবে বলে সব রাজনৈতিক দলকে নিশ্চয়তা দিতে হবে।

তৃতীয় মাইলফলক হচ্ছে, জাতীয় নির্বাচন। এ মাইলফলকে সংবিধানের অত্যাবশ্যকীয় সংস্কার বা মৌলিক যে সংস্কারের প্রয়োজন হবে, তা দুভাবে করা সম্ভব। প্রথমটি হলো, একটি গণপরিষদ নির্বাচন করে নির্বাচিত গণপরিষদে সংবিধান সংস্কারের কার্যক্রম সম্পন্ন করা। এখানে সুবিধাটি হলো সংশোধিত সংবিধানের আলোকে নির্বাচন হবে এবং এরপর সরকার পরিচালিত হবে। অসুবিধা হলো কিংবা বলা যায় যে প্রথমত আপত্তি যে জায়গাটিতে উঠবে, তা হলো অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেড়ে যাচ্ছে। সংবিধান সংস্কারের পর গণপরিষদ ভেঙে দেওয়া ও অন্তর্বর্তী সরকারের অবসানের পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন আয়োজন করতে হবে। এ সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগামী ২০২৬-এর জুলাই/আগস্ট মাস অবধি লেগে যাবে। অনির্বাচিত সরকারের (যদিও বিপ্লবের ফলে সৃষ্ট) দীর্ঘ সময় দেশ পরিচালনায় থাকা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোনো বিবেচনায় কাম্য নয়। দ্বিতীয়ত পরপর দুটি জাতীয় নির্বাচন আয়োজন করা ব্যয়বহুল। তবে এ মত অনুসারীরা যুক্তি দেবেন যে, জাতীয় স্বার্থে ব্যয় অপরিহার্য। তৃতীয়ত আইনশৃঙ্খলার এখনো লেজেগোবরে অবস্থা। ডেইলি স্টারের ১৫ আগস্টের একটি প্রতিবেদনে বলা হয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অসত্য ও ভুল তথ্যের ছড়াছড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও নিস্পৃহতা এবং সর্বোপরি অর্থনৈতিক হতাশার কারণে ‘মব সহিংসতা’ কমছে না। এর পাশাপাশি পতিত সরকারের অনুসারীরা সংগঠিত হচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে এ প্রমাণও মিলেছে। ইতোমধ্যে সামরিক-বেসামরিক ব্যক্তিরা বর্ণিত অভিযোগে গ্রেফতার হয়েছে। যতদিন যাবে, ততই তারা মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাহী আদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আছে বটে, লুটেরা এবং গণহত্যাকারীদের অনুসারীরা থেমে নেই। আরেকটি বিষয় আনুষ্ঠানিকভাবে আলোচনা হয় না। কেউ কেউ বলে থাকেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক দিকনির্দেশনার অপেক্ষায় থাকে (অর্থাৎ ‘কিবলা’র সন্ধানে থাকে)। তাই যদি হয়ে থাকে, সেটা দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, যে সরকারই ক্ষমতাসীন থাকুক না কেন, আইনের আলোকে তারা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন।

দ্বিতীয় পথ হলো, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে (ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে) জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। একটি জায়গায় সব দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে যে, নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উত্থাপন করা ও অনুমোদন করা হবে। প্রয়োজনে লিখিত অঙ্গীকার ছাড়াও একই মঞ্চে সব রাজনৈতিক দলের প্রধানরা সরাসরি জনগণের উদ্দেশে তাদের ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে পারেন।

ভূ-রাজনৈতিক মেরূকরণ (জিওপলিটিক্যাল পোলারাইজেশন) এবং কৌশলগত অস্থিরতা (স্ট্র্যাটেজিক ইন্সট্যাবিলিটি) আরেকটি বিষয় যে কারণে দ্রুত নির্বাচন সম্পন্ন হয়ে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনায় আসা দরকার। ভারতের অসহযোগিতামূলক আচরণ, যুদ্ধমান মিয়ানমার পরিস্থিতি এবং বহুল আলোচিত হিউম্যানিটারিয়ান করিডরের মতো বিষয়গুলো কেবল জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার সামাল দিতে পারে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক ঐক্য ও সমঝোতা না থাকলে ১/১১-এর মতো আরেকটি রাজনৈতিক সংকটের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন। তারা তাদের সম্ভাব্য সংকটের পেছনে অভ্যন্তরীণ এবং বহিঃঅপশক্তির ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন।

গণ-অভ্যুত্থানে জনগণের স্বপ্ন ছিল গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। রাজনৈতিক অসহিষ্ণুতা, অস্থিতিশীল সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদের সমর্থকদের ক্রমবর্ধমান কার্যক্রম সেই অধিকার প্রতিষ্ঠায় অন্তরায়। পুলিশের সক্রিয়তা যেমন কাম্য, তেমনই দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েনরত সশস্ত্র বাহিনীর কাছেও জনগণের প্রত্যাশা অনেক। নির্ধারিত সময়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দায় অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো, সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই এড়াতে পারবে না।

 

ব্রি. জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, এনডিসি : সিনিয়র রিসার্চ ফেলো, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com