প্রিয় ফরম্যাটে ফিরেই নিজেদের জানান দিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। অথচ উইন্ডিজ সফরেই টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল সফরকারীরা।
আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচজয়ী বাংলাদেশ দলের হয়ে তিন উইকেট নিয়ে ম্যান সেরা ছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এই স্পিন অলরাউন্ডার জানিয়েছেন এ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চান।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): কাইল মেয়ার্স, শাই হোপ, শামারহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, জায়ডেন সিলস।