ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও পদযাত্রা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা সড়কে এ পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ভোলা রোড ঘুরে ভিসি গেটে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের ফেস্টুন দেখা যায়।রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, জায়নবাদি ইসরাইলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সর্বাত্মক সহযোগিতা করছে। কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে। এর তীব্র নিন্দা জানাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা সব রকম সাহায্য করতে প্রস্তুত।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, বিশ্বের সকল মুসলিম যদি একযোগে কাজ করেন এবং সহযোগিতা করেন তাহলে পুরো ইসরাইল ধূলিস্যাৎ হয়ে যাবে। ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলে সেখানে ফিলিস্তিনের মানচিত্র গড়তে চাই।এ সময় শিক্ষার্থীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায় নারায়ে তাকবির আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম এক হও এক হও, মানুষ মরে জাতিসংঘ কী করে, আমার ভাই মরলো কেন জাতিসংঘ জবাব দে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও ছাত্রসমাজ, উই আর উইথ ফিলিস্তিন, ফ্রি ফ্রি– ফিলিস্তিন ইত্যাদি।পরবর্তীতে ফিলিস্তিনের মুক্তিকামী ও নিপীড়িত জনগণের সমবেদনা জানানোর মাধ্যমে সমাবেশ শেষ করেন।