ইসরাইল-হামাসের সংঘর্ষে এবার জড়িয়ে গেল ম্যাকডোনাল্ডসও। ইসরাইলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাবার দেয়ার ঘোষণা দেয়ার পর দেশে-দেশে ক্ষোভের মুখে মার্কিন বহুজাতিক সংস্থা। যদিও ওমান, লেবাননের মতো দেশে থাকা ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীকে বিনামূল্যে খাবার দেয়ার সিদ্ধান্ত ইসরালি ম্যাকডোনাল্ডসের কর্মকর্তাদের নিজস্ব। এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পালটা গাজার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে তারা।
গাজায় ইসরাইলি ভয়াবহ আক্রমণের প্রেক্ষাপটে ইসরাইলি সেনাবাহিনীর পাশে দাঁড়ায় ওই দেশের ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ। নিউজ উইকের রিপোর্ট অনুযায়ী, দিনকয়েক আগে মার্কিন ফাস্টফুড চেনের ইসরাইলি শাখা জানায়, যুদ্ধক্ষেত্র ও হাসপাতালে থাকা ইসরাইলি সেনাসদস্যদের বিনামূল্যে চার হাজার খাবার দেয়া হয়েছে। প্রতিদিন কয়েক হাজার জওয়ানকে খাবার দেয়ার পরিকল্পনা রয়েছে।
ইনস্টাগ্রামে এই পোস্ট করতেই ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে একাধিক দেশে। লেবাননে সংস্থার আউটলেটের বাইরে বিক্ষোভ হয়। অভিযোগ, ফিলিস্তিনপন্থীদের হাতে আক্রান্ত হয় একাধিক শাখা। তবে কোনো হতাহতের খবর মেলেনি। এর পরই তড়িঘড়ি ম্যাকডোনাল্ডসের লেবানন শাখার তরফে জানানো হয়, ‘দেশের বাইরে এই সংস্থার কোনো শাখার সিদ্ধান্তের সাথে তারা যুক্ত নয়। বরং লেবানন ও দেশবাসীর ভাবাবেগকে তারা সম্মান করি। তাদের পাশেই আছি।’
আবার ম্যাকডোনাল্ডসের ওমান শাখার তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে গাজার মানুষের জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান দেয়া হয়েছে। তবু ক্ষোভের আগুন নিভছে না। সোশ্যাল মিডিয়ায় ম্যাকডোনাল্ডসকে বয়কটের ডাক দেয়া হয়েছে। সব মিলিয়ে নেটিজেন ও ফিলিস্তিনপন্থীদের রোষের মুখে মার্কিন বহুজাতিক সংস্থা।
সূত্র : সংবাদ প্রতিদিন