গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে ইসরাইলে হামলার ছক কষছে তা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিল মিসর সরকার। কিন্তু তাতে কান দেননি তারা। এবার জানা যাচ্ছে হামাস হামলার কথা জানত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
এক মার্কিন কর্মকর্তার দাবি, হামাস যে হামলা চালাতে পারে তা আগেই ইসরাইল সরকারকে জানিয়েছিল সিআইএ। শুধু তাই নয়, হামলার সম্ভাব্য দুটি তারিখের কথাও জানানো হয়েছিল। তবে অবশ্য নড়ানো যায়নি মোসাদকে।
সিআইএর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল, হামাস সম্ভবত রকেট হামলা চালাতে পারে ২৮ সেপ্টেম্বর। কিংবা ওই হামলা হামলা হতে পারে ৫ অক্টোবর।
ওই রিপোর্টকেই রুটিন রিপোর্ট বলে উড়িয়ে দেয় ইসরাইলের গোয়েন্দারা। এমনকি প্রায় হাজার রকেট যেদিন ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল তার আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল গাজা সীমান্তে হামাসের ঘোরাফেরা অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। এমনটাই দাবি করেছে এক মার্কিন সংবাদপত্র।
ওই মার্কিন কর্মকর্তার দাবি হামাস সম্পর্কে ওইসব রিপোর্ট প্রেসিডেন্ট বাইডেন কিংবা হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদেরকে জানানো হয়নি।
আগাম সতর্কতা থাকার পরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহু কেন এনিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনো কোনো মহল থেকে এমনটাও বলা হচ্ছে নেতানিয়াহু সরকার এখন সঙ্কটে। সেই দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতেই গোট বিষয়টি তিনি চেপে যান।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিয়া টুডে এবং অন্যান্য