ইসরাইলের ওপর হামাসের সাম্প্রতিক আক্রমণের এক রহস্য মানব মোহাম্মাদ দেইফ। ফিলিস্তিনি প্রতিরোধের সবচেয়ে সজ্জিত কমান্ডারদের একজন তিনি। তার ওপর পরিকল্পিতভাবে সাত বার হামলা করা হলেও বেঁচে যান তিনি। কয়েক দশক ধরে ইসরাইলের ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ খেতাব ধরে রেখেছেন তিনি।
শত্রুর হাত থেকে বাঁচার জন্য তিনি নিত্য নতুন আশ্রয় পরিবর্তন করতেন। কখনো গাজার জটিল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে আশ্রয় নিতেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে কখনো রাতে রাতেও জনপদ পরিবর্তন করতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, তার কেবল একটি ফটোগ্রাফই পাওয়া যায়।
দেইফের জন্ম একটি শরণার্থী শিবিরে। তার নাম মোহাম্মাদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি। কিন্তু তিনি দেইফ নামেই পরিচিত হন। আরবিতে দেইফ অর্থ ‘অতিথি’। তিনি এই নামের মাধ্যমে এক আবাস থেকে অন্য আবাসে তার চিরস্থায়ী চলাচলকে প্রতিফলিত করেন। ১৯৬৫ সালে গাজায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক আক্রমণের সময় তিনি একটি রেকর্ডিং প্রকাশ করেছিলেন। সেখানে তিনি ‘দখলকারীদের বিতাড়িত করতে ও তাদের সীমান্ত প্রাচীর ভেঙে ফেলার’ জন্য ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছিলেন। একইসাথে তিনি অন্য দেশের সহানুভূতিশীলদের সংগ্রামে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
সূত্র : জিও নিউজ