জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইলে হামাসের হামলার নিন্দা করেছেন। একইসাথে তিনি ইসরাইল গাজা উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ করায় ‘গভীরভাবে ব্যথিত’ বলে উল্লেখ করেছেন।
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই সংঘাত শুরুর আগেই গাজা পরিস্থিতি ভয়াবহ ছিল। এখন পরিস্থিতি কেবল অবনতির দিকেই যাবে।
এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট গাজা পুরোপুরি অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, সেখানে খাদ্য, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
এ প্রেক্ষিতে গুতেরেস বলেন, আজকের ঘোষণায় আমি গভীরভাবে ব্যথিত যে ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ শুরু করবে, সেখানে কিছুই অনুমোদিত নয়- বিদ্যুৎ, খাদ্য কিংবা জ্বালানি কিছুই নয়।
গুতেরেস বলেছেন, এই সহিংসতা হঠাৎ উঠে আসা নয়। বাস্তবতা হলো দীর্ঘদিনের সংঘাত থেকে এই সহিসংতার জন্ম। গত ৫৬ বছরের অবরুদ্ধতা এবং রাজনৈতিক কোনো সমাধানের আশা না থাকাই এই সংঘাতের কারণ।
তিনি আরো বলেন, ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগকে আমি স্বীকৃতি দিচ্ছি। কিন্তু একইসাথে ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনেই কঠোর অভিযান পরিচালনার বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি।
জাতিসঙ্ঘ মহাসচিব গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টা অব্যাহত রাখারও ঘোষণা দেন।
সূত্র : বাসস