পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ বলেছেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। বুদ্ধ সত্য ও সুন্দরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবজগতকে আলোকিত করতে কাজ করে গেছেন। মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণ করা প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (৪ মে ) শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেন।
সাদ এরশাদ এমপি বলেন, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বোধি জ্ঞান লাভের স্মৃতি-বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বৌদ্ধ সম্প্রদায় সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সব ধর্মের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত আনন্দ ও প্রীতির মাধ্যমে উদযাপন করে থাকে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে। আমাদের এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাৎপর্য পূর্ণ ভূমিকা রয়েছে।
সাদ এরশাদ এমপি বলেন, আমি আশা করছি, গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সবাই বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ভূমিকা রাখবেন এবং বুদ্ধ পূর্ণিমা, বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের জীবনে বয়ে আনুক মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি ।
এ জাতীয় আরো খবর..